ফায়ার সার্ভিসের চালক পদে নিয়োগের রোড টেস্ট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৮ মার্চ ২০২০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের গাড়িচালক (ড্রাইভার) পদে নিয়োগের জন্য পূর্বনির্ধারিত রোড টেস্টটি স্থগিত করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ স্থগিত করার এই তথ্য জানানো হয়।

সূত্র জানায়, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২০ মার্চ প্রতিষ্ঠানটিতে গাড়িচালক পদে নিয়োগের জন্য এই রোড টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘ড্রাইভার পদে নিয়োগের লক্ষ্যে রোড টেস্টের জন্য মনোনীত প্রার্থীদের ইতিপূর্বে ২০ মার্চ রোড টেস্ট গ্রহণ করা হবে মর্মে জানিয়েও দেয়া হয়েছিল। কিন্তু গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অনিবার্য কারণে এই টেস্ট স্থগিত করার কথার সিদ্ধান্ত নেয়।’

দেশে এখন পর্যন্ত ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১০। কিন্তু গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ১৪।

নতুন আক্রান্ত চারজনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। একজন আগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন। আর বাকি তিনজন বিদেশ থেকে এসেছেন। তাদের মধ্যে দুজন ইতালি থেকে এবং একজন কুয়েত থেকে এসেছেন।

এছাড়া বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা গেছেন। করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার বয়স ৭০ বছর। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) দেশে সব ধরনের ভিড়, সমাগম এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে।

এআর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।