প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজ সর্বমহল কর্তৃক অভিনন্দিত
চলমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অর্থনৈতিক প্যাকেজ সর্বমহলে অভিনন্দিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে তথ্যমন্ত্রীর সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজ সম্পর্কে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা আজ (রোববার) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে অর্থনৈতিক যে প্যাকেজ ঘোষণা করেছেন এটি সর্বমহল কর্তৃক অভিনন্দিত হয়েছে। সরকার মানুষের জীবন এবং জীবিকা দুটিই রক্ষার জন্যই কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের থাবা থেকে দেশকে মুক্ত রাখার জন্য, রক্ষার জন্য ইতিপূর্বে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের কারণেই এখন পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তাই বলে সরকার বসে নেই। ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবিকা রক্ষায় আজকে যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন সেটি আমরা যদি আশপাশের দেশের দিকে তাকাই দেখতে পাবো প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণা এই প্যাকেজ পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় অনেক বেশি।
তিনি বলেন, ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এখানে অনেকগুলো প্যাকেজ রিভলভিং। সেই অনেকগুলো রিভলভিং প্যাকেজের আওতায় প্রকৃতপক্ষে এক লাখ ৩৬ হাজার কোটি টাকার বেশি অর্থায়ন করা সম্ভব। এটি সত্যিই একটি যুগান্তকারী পদক্ষেপ।
এইউএ/এএইচ/এমকেএইচ