নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ব্যক্তি সম্প্রতি চট্টগ্রাম গিয়েছিলেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৭ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রামের এক ব্যক্তির গ্রামে তিনটি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন। উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি চট্টগ্রাম ঘুরে গেছেন।

এ ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ওই তিনটি বাড়ি লকডাউন করা হয় বলে জাগো নিউজকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম।

নির্বাহী কর্মকর্তা বলেন, ‘সাতকানিয়ার এক ব্যক্তি নারায়ণগঞ্জে থাকা অবস্থায় করোনা পজেটিভ হন। তার পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে, তিনি গত ২০ মার্চ চট্টগ্রামের বাড়িতে এসেছিলেন। এ জন্য তার নিজের বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।’

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জাগো নিউজকে বলেন, ‘নতুন যে ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন চট্টগ্রামের। তবে তিনি নারায়ণগঞ্জে বসবাস করেন, সেখানেই আক্রান্ত হয়েছেন, তার চিকিৎসা রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে হচ্ছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. ফরহান উদ্দীন চৌধুরী মারুফ ফেসবুকে লিখেছেন, ‘সাতকানিয়ার রোগীটি নিয়ে অনেকে প্রশ্ন করছেন। উনি নারায়ণগঞ্জ থাকেন। এখানেই তিনি অসুস্থ হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার একটি করোনা হাসপাতালে ভর্তি আছেন। উনার পরিবারের সদস্য এবং উনাকে যেসব চিকিৎসক সেবা দিচ্ছেন তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। উনার সাতকানিয়ার আত্মীয়-স্বজনদের সাথেও নিয়মতি যোগাযোগ হচ্ছে। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা যারা উনার সংস্পর্শে এসেছিলেন সবাই এখনো পর্যন্ত সুস্থ আছেন। আপনারা রোগীটির জন্য বিশেষভাবে দোয়া করেন। আর যদি পারেন আল্লাহর ওয়াস্তে ঘরের খেতরে থাকুন।’

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।