ফায়ার সার্ভিসেও করোনার হানা: আক্রান্ত ১, কোয়ারেন্টাইনে ৩১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬ এএম, ২৯ এপ্রিল ২০২০

র‌্যাব-পুলিশের পর প্রথমবারের মতো ফায়ার সার্ভিসে হানা দিলো নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পোস্তগোলা ফায়ার স্টেশনে এক কর্মকর্তা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে ওই কর্মকর্তার সংস্পর্শে আসা ৩১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আক্রান্ত কর্মকর্তা বর্তমানে রাজধানীর পোস্তগোলা ফায়ার স্টেশনের একজনের করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ এসেছে। দুইদিন আগে তার পরীক্ষার রিপোর্ট আমরা পেয়েছি। তিনি বর্তমানে পোস্তগোলায় তার বাসস্থানে আছেন। পাশাপাশি তার সংস্পর্শে যারা এসেছিল মোট ৩১ জন ফায়ার সার্ভিসেরকর্মীকে কোয়ারেন্টানে রাখা হয়েছে।

তিনি আরও জানান, স্বাস্থ্য সুরক্ষা মেনে ফায়ার সার্ভিসেরকর্মীরা মানুষের সেবায় ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৫৫ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৪৯ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৬৪৬২।

এআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।