প্রথম ৪০ দিনে আক্রান্তের সেঞ্চুরি, চারদিনেই হলো ডাবল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৯ মে ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাসের প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। আক্রান্ত হওয়ার পর থেকে প্রথম ৪০ দিনে যেখানে রোগীর সংখ্যা ছিল মাত্র ১০৫ জন, সেখানে বাকি চারদিনেই ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছে করোনা আক্রান্তের সংখ্যা। সে সঙ্গে চট্টগ্রামে এ ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে।

গত ২৬ মার্চ চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা শুরুর পর প্রথম ৪০ তম দিনে ৪ মে পর্যন্ত চট্টগ্রামে মোট ১০৫ জন করোনা রোগী শনাক্ত হন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় শনাক্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন ৫ রোগীকে নিয়ে সে সংখ্যা দাঁড়ায় ১১০ জনে।

চারদিন পর শুক্রবার (৮ মে) চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৮৩টি নমুনা পরীক্ষা করে আরও ১১ জনের করোনা শনাক্ত হয় বলে জাগো নিউজকে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

এদিকে, শনিবার (৯ মে) দুপুর ১টার দিকে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জাগো নিউজকে বলেন, ‘শুক্রবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে, তিনি সীতাকুণ্ডের বাসিন্দা।’

তিনি জানান, সবমিলিয়ে চট্টগ্রামে এখন করোনা রোগীর সংখ্যা ২০৭ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড, পটিয়া ও সাতকানিয়া উপজেলায় একজন করে, মহানগরীর সল্টগোলা, কদমতলী, দেওয়ানহাট, অক্সিজেন, পাহাড়তলী, পার্কভিউ হাসপাতালে একজন করে এবং ফৌজদারহাটের ফিল্ড হাসপাতালে দুইজন ও হালিশহর এলাকার দুইজন রয়েছেন।

কেড়ে নিল ১৬ প্রাণ-

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) নুরুল আলম (৬৫) নামের ওই বৃদ্ধের মৃত্যু হলেও শুক্রবার (৮ মে) নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। এখন পর্যন্ত এ ভাইরাসে চট্টগ্রামে ১৬ জনের প্রাণ গেছে।

মৃত নুরুল আলম পাহাড়তলী বাঁচা মিয়া রোডের বাঁচা মিয়া কন্ট্রাক্টর বাড়ির মৃত জাফর আহমদের ছেলে।

জানা যায়, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ওই বৃদ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফ্লু কর্নারে গত বুধবার (৬ মে) ভর্তি হন। পরদিন বৃহস্পতিবার সকালে নমুনা সংগ্রহ করা হলেও বিকেলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জাগো নিউজকে বলেন, চমেক হাসপাতালে মৃত ব্যক্তির দেহে করোনার অস্তিত্ব মিলেছে। করোনা শনাক্ত হওয়ায় তাকে স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী দাফন করা হবে। একইসঙ্গে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসাদের কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি তাদের বাড়িও লকডাউনের ব্যবস্থা করা হচ্ছে।

ক্রমাগতই বাড়ছে আক্রান্তের সংখ্যা-

স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩ মে চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডিতে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয় ৫ জনের। এছাড়া সিভাসু ল্যাবে পরীক্ষায় আরও ৮ জনের করোনা শনাক্ত হয়। সবমিলিয়ে এদিন মোট ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয় চট্টগ্রামে।

৪ মে বিআইটিআইডি ল্যাবে ২৪৩টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে ১৬ জনই চট্টগ্রামের বাসিন্দা। পরদিন ৫ মে বিআইটিআইডি ল্যাবে আরও নতুন ২৩৯টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়।

কিন্তু কারিগরি ত্রুটির কারণে এ দুইদিন কোনো ফল জানাতে পারেনি সিভাসু ল্যাব। ৬ মে সিভাসু ল্যাবের আগের দুই দিনে (৪ ও ৫ মে) পরীক্ষিত ১২২টি নমুনার ২২টি পজিটিভ হয়। এর মধ্যে ১২ জন চট্টগ্রামের।

৬ মে রাতেই চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে ১৯০ নমুনা পরীক্ষায় আরও নতুন ১২ জন করোনা রোগী শনাক্ত হন। তাদের মধ্যে ১১ জন চট্টগ্রামের বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (৭ মে) বিআইটিআইডিতে ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয় ১৯ জনের।

এছাড়া শুক্রবার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পক্ষ থেকে জানানো হয় বৃহস্পতিবার ৬১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়ে মোট ৪০ জনের। যা চট্টগ্রামে এ যাবত কালের রেকর্ড করোনা শনাক্ত। একইদিন কক্সবাজারে চট্টগ্রামের লোহাগাড়ার এক রোগীর করোনা শনাক্ত হয়। সবমিলিয়ে বৃহস্পতিবার একদিনেই চট্টগ্রামে ৫৯ জনের করোনা শনাক্ত হয়।

শুক্রবারে নতুন শনাক্ত ১২ জনসহ এখন চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ২০৭ জন। এর মধ্যে ঢাকা, রাজবাড়ী, কুমিল্লা ও কক্সবাজারে ৭ জনও রয়েছেন।

এদিকে, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৯ জন। তাদের মধ্যে পাঁচ পুলিশ সদস্যও রয়েছেন। বর্তমানে ১৯৫ জন রোগী আইসোলেশনে আছেন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২০৯ জন।

আবু আজাদ/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।