নিম্ন আয়ের মানুষদের মানবিক সহায়তা বিমান বাহিনীর
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনীর ঘাঁটি বাশার-এর পার্শ্ববর্তী এলাকায় নিম্ন আয়ের পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনীর কর্মকর্তারা এই মানবিক সহায়তা দিয়েছেন।
জাতীয় যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা দিয়ে আসছে। পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছে বিমান বাহিনী।
এইচএ/এমএস