যথাযথভাবে মাস্ক না পরার ব্যাখ্যা দিলেন নাসিমা সুলতানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৬ মে ২০২০

করোনা থেকে সুরক্ষায় নিয়মিত স্বাস্থ্যবার্তা প্রদান করছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিদিন নতুন আক্রান্ত, মৃত্যু এবং এ থেকে সুরক্ষায় কী কী করণীয়সহ যাবতীয় তথ্য জানানো হচ্ছে স্বাস্থ্যবার্তায়।

সাম্প্রতিক সময়ে নিয়মিত এ স্বাস্থ্যবার্তা পাঠ করছেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি সবাইকে যথাযথভাবে মাস্ক পরার পরামর্শ দিলেও স্বাস্থ্যবার্তা পাঠের সময় নিজের মাস্ক মুখের নিচের অংশে ঝুলিয়ে রাখেন। কেন মাস্ক যথাযথভাবে পরেন না, আজ মঙ্গলবার (২৬ মে) ব্রিফিংয়ে এসে সেটার ব্যাখ্যা দেন নাসিমা সুলতানা নিজেই।

তিনি বলেন, ‘আমাদের ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে। অনেক মানুষের চলাচল বেড়ে যাবে। যারা শহর থেকে গ্রামে গিয়েছিলেন, আবার তারা গ্রাম থেকে শহরে ফিরবেন। প্রত্যেকেই মাস্ক ব্যবহার করবেন। মাস্কটা সঠিক উপায়ে পরতে হবে। (মুখে) মাস্ক লাগিয়ে মাস্ক যেন আমরা খুলে না রাখি। যদিও ক্যামেরার সামনে আমার মাস্কটা নামানো। এটাও সঠিক নিয়ম…। কিন্তু আমার সামনে কেউ নেই। তিন হাত দূরত্বের মধ্যে কেউ নেই বলে আমি মাস্কটা নামিয়েছি।’

নাসিমা সুলতানা আরও বলেন, ‘কিন্তু আমাদের সামাজিক দূরুত্ব মেনে চলতে হবে অবশ্যই। যখনই আমার কাছে কেউ আসবেন, আমি যেন মাস্কটা সঠিকভাবে ব্যবহার করি। আমরা প্রত্যেকেই যেন মাস্ক ব্যবহার করি। তাহলেই আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারব। সামাজিক দূরত্ব বজায় রাখলে আমরা নিজেদের সুরক্ষিত করতে পারব। আপনার সুরক্ষা আপনার হাতে। নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সবাইকে সুরক্ষিত রাখুন।’

পিডি/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।