‘কিছুটা ভালোবোধ করছেন’ ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১০ জুন ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিকভাবে কিছুটা ভালোবোধ করছেন। কোভিড-১৯ নিউমোনিয়ায় আক্রান্ত তার ফুসফুসের কিছুটা উন্নতি হয়েছে। ডা. জাফরুল্লাহকে অক্সিজেনও কম নিতে হচ্ছে।

আজ বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে ডা. জাফরুল্লাহকে দেখে এসে তার চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।

ফরহাদ বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে নিউমোনিয়ার কিছুটা উন্নতি হয়েছে। অক্সিজেনের মাত্রা কমেছে। মানে অক্সিজেন আগে বেশি লাগতো, এখন একটু কম লাগছে। তিনি আগের চেয়ে ভালোবোধ করছেন।’

গত সোমবার (৮ জুন) ডা. জাফরুল্লাহর চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফি বলেছিলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক শারীরিক অবস্থা অপরিবর্তিত। তার ফুসফুস কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত। যথেষ্ট অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে। তিনি নিজ থেকে খাবার খেতে পারছেন। রক্তচাপ ও অন্যান্য ক্লিনিক্যাল অবস্থা স্থিতিশীল।’

গতকাল মঙ্গলবার (৯ জুন) মামুন মোস্তাফি বলেন, ‘ডা. জাফরুল্লাহর কোভিড ও গুরুতর নিউমোনিয়া সংক্রমণ নিয়ে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠিত হয়েছে, সেখানে দেশের এবং বিদেশের বিভিন্ন চিকিৎসকরা রয়েছেন। তার সার্বিক অবস্থা স্থিতিশীল এবং অক্সিজেন গ্রহণের মাত্রার আর অবনতি হয়নি। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন এবং নিজে খাবার গ্রহণ করছেন। এছাড়া তার নিয়মিত ডায়ালাইসিস ও চেস্ট ফিজিওথেরাপি চলছে।’

পিডি/এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।