২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪১ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৬ আগস্ট ২০২০
ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, নার্সসহ মোট ১৪১ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৮ চিকিৎসক, ৩৩ নার্স এবং অন্যান্য ৮০ স্বাস্থ্যকর্মী রয়েছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) পর্যন্ত ঢাকাসহ সারাদেশে সাত হাজার ৩৯০ চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মারা গেছেন ৭০ চিকিৎসক।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায়। রাজধানীতে এ পর্যন্ত ৮০৩ চিকিৎসক, ৭৭২ নার্স এবং ৪৩৯ অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

এমইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।