রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৬ আগস্ট ২০২০

রাজধানীর খিলক্ষেতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সজল সরকার জানান, গতকাল রাত ১টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের পাশে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কোনো এক যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে তার পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে।

নিহতের খালাত ভাই খোরশেদ আলম ঢামেক মর্গে এসে মরদেহ শনাক্ত করে বলেন, গতকাল রাত পৌনে ১২টার দিকে নিজের মোটরসাইকেল নিয়ে খিলক্ষেত বাজারের উদ্দেশে বের হয়। এরপর রাতে আর বাসায় ফেরেনি। সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি, শরিফুল সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে শরিফুলের মরদেহ দেখতে পাই।

তিনি আরও জানান, তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়। তিনি মো. লাল মিয়ার সন্তান। বর্তমানে খিলক্ষেত উত্তরপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।