২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থ ৭৪.৩১ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা আরও বৃ‌দ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০২টি পরীক্ষাগারে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয় ও ১৪ হাজার ১৫০টি পরীক্ষা করা হয়। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৬৬ জন।

একই সময়ে দেশের আট বিভাগে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দুই হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬২ হাজার ৯৫৩ জন। করোনাভাইরাসে নতুন শনাক্ত রোগী বিবেচনায় গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৪ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা দুই হাজার ১৬৩ জন রোগীর মধ্যে সর্বাধিক সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে এক হাজার ৬৭ জন। সর্বনিম্ন ময়মনসিংহে ৪৪ জন।

অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৩৫৪ জন, রংপুরে ২৯ জন, খুলনায় ২৬৫ জন, বরিশালে ৭৮ জন, রাজশাহীতে ২৮৭ জন এবং সিলেট বিভাগে ৩৯ জন সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫৩ হাজার ৮৪৪ জনে। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৬২ হাজার ৬৩৭টি।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৪৪ জনে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মৃত ৩৭ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব দুজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন এবং ষাটোর্ধ্ব ২০ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশাল একজন ও রংপুরে দুজন রয়েছেন।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।