মুক্তিযুদ্ধের বিরোধী কার্যকলাপ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে


প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৫ নভেম্বর ২০১৪

বর্তমান পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের গৌরবজনক অধ্যায়ের কথা অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার মুক্তিযুদ্ধের বিরোধী ঘৃণ্য কার্যকলাপ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

বুধবার গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজে জেলা পর্যায়ে ঢাকা বোর্ড আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।
 
তিনি বলেন, বর্তমান পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের গৌরবজনক অধ্যায়ের কথা অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত মানবতাবিরোধীদের মৃত্যুদণ্ড দিয়েছেন- অথচ আদালতের রায়কে অবজ্ঞা করে অবৈধভাবে হরতাল ডাকা হয়েছে। তাই তাদের সম্পর্কে সচেতন হতে হবে।

কলেজ গভর্নিং বডির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসীন, অধ্যাপক মো. আয়েশউদ্দিন, অধ্যক্ষ মাহমুদা হক, অধ্যক্ষ মো. আবুল হাশেম, অধ্যাপক ফেরদৌসী মাহমুদা, অ্যাড. ওয়াজউদ্দিন মিয়া, মো. আতাউল্লাহ মণ্ডল, মো. রফিজউদ্দিন, শরিফুল ইসলাম, মোশতাক আহমেদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।