ইমরানের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক। কোন প্রকার নোটিশ ছাড়াই ফেসবুক হঠাৎ করে তার অ্যাকাউন্ট (www.facebook.com/imranhsarker1971) বন্ধ করে দিয়েছে।
এদিকে আচমকা ১ লাখ ৭৬ হাজারের বেশি ফলোয়ারসহ অ্যাকাউন্ট হারানোয় বিহ্বল হয়ে পড়েছেন ডা. ইমরান এইচ সরকার। বুধবার জাগো নিউজকে তিনি বলেন, শাহবাগ আন্দোলনের অন্যতম মাধ্যম ছিল আমার এই ফেসবুক অ্যাকাউন্ট। এর মাধ্যমেই আমি গণজাগরণ মঞ্চের বিভিন্ন সিদ্ধান্ত, তথ্য সবার সঙ্গে শেয়ার করেছি। ফেসবুক হঠাৎ করে কোন নোটিশ ছাড়াই কেন অ্যাকাউন্ট বন্ধ করলো বুঝতে পারছি না। এখন আমি আমার পূর্বের একটি অ্যাকাউন্ট (www.facebook.com/imranhsarker2013) ব্যবহার করছি।
ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলেও সচল রয়েছে ইমরান এইচ সরকারের ভেরিফায়েড ফেসবুক পেইজ (www.facebook.com/imranhsarker.official)। এই পেইজে বর্তমানে দুই লাখ ছাব্বিশ হাজার চারশ ফ্যান রয়েছে।
অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর বুধবার রাত ৮টায় ইমরান তার নতুন অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধু ও সহযোদ্ধাদের উদ্দেশ্যে লিখেছেন...আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট অজানা কারনে ডিজেবল করায় এই ব্যাকআপ অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্যবহার করছি। আমার অ্যাকাউন্ট কাদের জন্য এবং কি কারণে ডিজেবল করে দেয়া এতো জরুরি হয়ে গেল আমার ঠিক জানা নেই। তবে বিষয়টি খুব রহস্যজনক মনে হচ্ছে এ কারণে যে, এখন পর্যন্ত ফেসবুক আমাকে কোনো ই-মেইল করেনি, কি কারণে আমার অ্যাকাউন্ট ডিজেবল করা হয়েছে। তবে প্রায় ১ লাখ ৭৫ হাজারের বেশি ফলোয়ার সমৃদ্ধ এই অ্যাকাউন্ট রিপোর্ট করে ডিজেবল করা খুব সহজ নয়। আশাকরি খুব শীঘ্রই জানা যাবে প্রকৃত রহস্য। আপাতত এই অ্যাকাউন্টে বন্ধু ও সহযোদ্ধাদের সাথে সংযোগ করার চেষ্টা করবো। ধন্যবাদ। জয় বাংলা।
উল্লেখ্য, ফেসবুক নানা কারণেই কারো অ্যাকাউন্ট মুছে দিতে পারে। যেমন: ভুয়া নাম-পরিচয় ব্যবহার, উল্লেখিত বয়সসীমায় না পৌঁছে অ্যাকাউন্ট খুললে, অনেক গ্রুপে যোগ দিলে বা পোস্ট করলে, মাত্রাতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েন্ট পাঠালে, মার্কেটিংয়ের কাজে ব্যবহার করলে অথবা আপত্তিকর কিছু পোস্ট করলে কারও অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।