ইতালিতে বাংলাদেশি বহন করবে না কাতার এয়ারওয়েজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ১০ অক্টোবর ২০২০

অডিও শুনুন

বাংলাদেশি প্রবেশে ইতালি সরকারের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির কারণে দেশটিতে বাংলাদেশি বহন করবে না কাতার এয়ারওয়েজ।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কাতার এয়ারওয়েজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপাতত কাতার এয়ারওয়েজ বাংলাদেশিসহ নিষেধাজ্ঞার আওতাভুক্ত কোনো দেশের নাগরিকদের ইতালির ফ্লাইটে বহন করবে না। তবে নিষেধাজ্ঞার আওতামুক্ত দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও ইতালির পাসপোর্ট হোল্ডাররা কাতারের ফ্লাইটে উঠতে পারবেন।

বর্তমানে কাতার এয়ারওয়েজ ঢাকা থেকে সপ্তাহে ৯টি ফ্লাইট পরিচালনা করছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে বাংলাদেশিসহ ১৬টি দেশের নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়িয়েছে ইতালি।

৭ অক্টোবর দেশটির স্বাস্থ্য বিভাগের জারি করা নোটিশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।

এ নিয়ে করোনা ঝুঁকির জন্য নিষেধাজ্ঞার মেয়াদ অন্তত ৫ দফা বাড়ালো ইতালি সরকার। প্রত্যেকবারই বাংলাদেশ নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানালেও কার্যত তা আমলে নেয়নি দেশটি। এর আগে গত ৭ সেপ্টেম্বর জারি করা এক নোটিশে নিষেধাজ্ঞা ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।

এআর/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।