২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৭.৬০ শতাংশ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার ৭৭ দশমিক ৬০ শতাংশে উন্নীত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৪৮২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৫ হাজার ৮৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ২১টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৫৩৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থ রোগীর সংখ্যা এক হাজার ৪৮২ জন অর্থাৎ ৭৭ দশমিক ৬০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০৫ জন, রংপুর বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ১৭৫ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১৫১ জন, সিলেট বিভাগে ৩৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৩১ জন রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ৫। এ নিয়ে মৃতের মোট সংখ্যা ৫ হাজার ৫৭৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এমইউ/জেএইচ/পিআর