ভারপ্রাপ্ত আইজি প্রিজনও করোনায় আক্রান্ত, দায়িত্বে ডিআইজি ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০

ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) হলেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি এ কে এম ফজলুল হক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কারা অধিদফতরের অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।

আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব ও কারা মহাপরিদর্শক
ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনের টেলিফোনিক আলাপের সূত্র ধরে কারা মহাপরিদর্শক করোনা আক্রান্ত হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি থাকায় তার অবর্তমানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। তবে আজ তিনিও করোনা আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম বিভাগের ডিআইজি এ কে এম ফজলুল হককে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে দায়িত্ব নেয়ার দুই দিনের মাথায় সোমবার করোনায় আক্রান্ত হন নতুন যোগ দেয়া কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন।

এআর/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।