২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮১ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৫ অক্টোবর ২০২০

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীর সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৭৮০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৯ হাজার ২২৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৬০০ জন। নতুন রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮১ শতাংশ।

বুধবার (১৪ অক্টোবর) সুস্থ হওয়া রোগী সংখ্যা ছিল এক হাজার ৫৭৬ জন। আর আক্রান্ত রোগীর সংখ্যা ছিল এক হাজার ৬৮৪ জন। সে হিসেবে সুস্থতার হার ছিল ৭৭ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৭৮০ রোগীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকা বিভাগে এক হাজার ১১৩, চট্টগ্রামে ২৮৮, রংপুরে ৫৭, খুলনায় ১৩৯, বরিশালে ১৬, রাজশাহীতে ১১৫, সিলেটে ৩৬ ও ময়মনসিংহ বিভাগে ১৬ জন রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।