করোনাভাইরাস : সুস্থতার হার ৮২ দশমিক ৩৩ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৩ ডিসেম্বর ২০২০

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সুস্থতার হার বেড়েছে। সারাদেশে এ পর্যন্ত মোট ৩ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সারাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৭১ হাজার ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৩৩ শতাংশ।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩১৬ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯৩ জন।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৮৩৮টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ২০ হাজার ৯৮১টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ২ হাজার ৫৯৩ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৯৫৭ জন, চট্টগ্রামে ৪৬৫, রংপুরে ৪৫, খুলনায় ২৯, বরিশালে ২৪, রাজশাহীতে ৩৯, সিলেটে ৩৩ এবং ময়মনসিংহ বিভাগের ৩ জন রয়েছেন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১২ জন। মৃত ৩৫ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৪৮ জনে।

এমইউ/এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।