স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা নারী ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আকলিমা আক্তার নামের এক নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটক আকলিমা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অলিপুর এলাকার সফিকের স্ত্রী।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মহাস্থান বন্দর থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রুবিনা ইয়াসমিন নামে বগুড়া সদরের এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় জনগণ হাতেনাতে আটক করে আকলিমাকে। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, তার বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে।’

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।