২৪ ঘণ্টায় সুস্থ রোগীর ৭৮ শতাংশই ঢাকা বিভাগের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

সাম্প্রতিক দিনগুলোতে দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সুস্থতার হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪০টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০০টি নমুনা সংগ্রহ ও ১৬হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করে নতুন ১ হাজার ৮৬১জন রোগী শনাক্ত হয়েছেন।

একই সময়ে দেশের ৮ বিভাগে করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৪৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন। নতুন করোনা রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৪৬ শতাংশে।

বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ৪ হাজার ৪৮৬ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগেরই ছিলেন ৩ হাজার ৪৯৬ জন। অর্থাৎ, মোট সুস্থ রোগীর ৭৮ শতাংশ এই বিভাগের। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৭৭৮ জন, রংপুরে ৭৫ জন, খুলনায় ২৬ জন, বরিশালে ২৩জন, রাজশাহীতে ৫৩ জন, সিলেটে ৩১ জন ও ময়মনসিংহের চারজন রয়েছেন।

এমইউ/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।