করোনায় সুস্থতার হার ৮৬.৫৯ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:০৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার ৬২২ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৬৯ হাজার ৩৫১ জনে। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩২টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ২২ হাজার ৫৩৭টি। একই সময়ে নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৬৩২ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৯৫ হাজার ৮৪১ জনে। নমুনা পরীক্ষা ও শনাক্তকৃত রোগীর হিসেবে সুস্থ রোগী ৮৬ দশমিক ৫৯ শতাংশ।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা দুই হাজার ৬২২ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৯৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪১৪ জন, রংপুর বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ৮৩ জন, সিলেট বিভাগে ৫৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৭ জন রয়েছেন।

বুধবার পর্যন্ত মোট মৃত্যু হয় সাত হাজার ১৫৬ জনের। এদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৪৬২ (৭৬ দশমিক ৩৩ শতাংশ) ও নারী এক হাজার ৬৯৪ জন (২৩ দশমিক শূন্য ৬৭ শতাংশ)।

এমইউ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।