করোনায় সুস্থতার হার ৮৮.৯১ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৪৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের ১৬৭টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৮২০টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৯৯ হাজার ১১৫টি। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৮১ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১১ হাজার ২৬৫ জনে দাঁড়াল। করোনার নমুনা পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ২৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮৫০ জন, চট্টগ্রামে ১৯৭, রংপুরে ৪৯, খুলনায় ৪৩, বরিশালে ১৪, রাজশাহীতে ৪৭, সিলেটে ৩৩ এবং ময়মনসিংহে ১২ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন মারা যান। এ নিয়ে মোট মৃত্যু হলো সাত হাজার ৫০৯ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।