জাল টাকা তৈরি চক্রের ৮ সদস্য আটক


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০৯ নভেম্বর ২০১৪

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের আট সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ কোটি দেশী-বিদেশী জাল টাকা উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইদুর রহমান জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের আট সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক কোটি টাকা মূল্যের দেশী-বিদেশী জাল মুদ্রা উদ্ধার করা হয়েছে। তবে তিনি আটকদের পরিচয় জানাননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।