দ্বিধা-সংকোচ না রেখে টিকা নিন : রেলমন্ত্রী
সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এই টিকা নেন।
টিকা নেয়ার পর মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এটা চমৎকার একটা ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা শুধু এখানে নয় যতটুকু জানতে পেরেছি জেলা- উপজেলা পর্যায়ে এই টিকা সব জায়গায় দেয়া হচ্ছে। যেখানে যেখানে আমাদের মাননীয় সংসদ সদস্যরা আছেন সেখানে তারা উদ্বোধন করেছেন।’
তিনি বলেন, ‘আমি নিজেও এখানে ভ্যাকসিন নিলাম এবং যে অপপ্রচার একটা ছিল...। যারা চিরদিন মানুষকে বিভ্রান্ত করেছে অপপ্রচার করে....আমার মনে হয় তারা ব্যর্থ হবে।’
টিকা নেয়ার পর কেমন লাগছে জানতে চাইলে নূরুল ইসলাম সুজন বলেন, ‘আমি তো একই রকম অনুভব করছি, ব্যতিক্রম কোনো অনুভূতি আমার হয়নি। আমি স্বাভাবিক সবকিছুই মনে করছি। আমি আহ্বান জানাব দেশে প্রতিটি নাগরিককে কোনো প্রকার দ্বিধা বা সংকোচ না রেখে আপনারা টিকা নিতে পারেন।’
রোববার সকাল সাড়ে ৮টা থেকে সচিবালয় ক্লিনিকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। প্রথম দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২০০ জনকে টিকা দেয়া হবে। সকালে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানকে দেয়ার মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু হয়। দুটি বুথে টিকা কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।
টিকা নিতে ইতোমধ্যে তিন লাখ ২৮ হাজার জন নিবন্ধন করেছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেয়ার পর অন্যরা পর্যায়ক্রমে টিকা পাবেন। তবে প্রথম ধাপে ১৫ ক্যাটাগরির মানুষ টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
আরএমএম/এমএসএইচ/জেআইএম