চট্টগ্রামে দ্বিতীয় দিনে টিকা নিলেন ২ হাজার ৬৭৮ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

সারাদেশে চলমান টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামে আরও ২ হাজার ৬৭৮ জন টিকা নিয়েছেন। এ নিয়ে দুই দিনে চট্টগ্রামে টিকা নিলেন ৩ হাজার ৭৬৮ জন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি জানিয়েছেন, সোমবার নতুন করে ২ হাজার ৬৭৮ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১ হাজার ২২৭ জন এবং নারী ২৪১ জন। নগরে এ সংখ্যা ১ হাজার ৪৬৮ জন এবং উপজেলায় ১ হাজার ২১০ জন।

এর আগে টিকা দেয়ার প্রথম দিন রোববার (৭ ফেব্রুয়ারি) টিকা নিয়েছিলেন ১ হাজার ৯০ জন। এর মধ্যে মহানগরে ৪২৩ জন এবং ১৪টি উপজেলায় ৬৬৭ জন টিকা নিয়েছিলেন।

আবু আজাদ/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।