চট্টগ্রামে দ্বিতীয় দিনে টিকা নিলেন ২ হাজার ৬৭৮ জন
সারাদেশে চলমান টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামে আরও ২ হাজার ৬৭৮ জন টিকা নিয়েছেন। এ নিয়ে দুই দিনে চট্টগ্রামে টিকা নিলেন ৩ হাজার ৭৬৮ জন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।
তিনি জানিয়েছেন, সোমবার নতুন করে ২ হাজার ৬৭৮ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১ হাজার ২২৭ জন এবং নারী ২৪১ জন। নগরে এ সংখ্যা ১ হাজার ৪৬৮ জন এবং উপজেলায় ১ হাজার ২১০ জন।
এর আগে টিকা দেয়ার প্রথম দিন রোববার (৭ ফেব্রুয়ারি) টিকা নিয়েছিলেন ১ হাজার ৯০ জন। এর মধ্যে মহানগরে ৪২৩ জন এবং ১৪টি উপজেলায় ৬৬৭ জন টিকা নিয়েছিলেন।
আবু আজাদ/এআরএ/জিকেএস