মৃত্যুহীন দিনে চট্টগ্রামে শনাক্ত ৭৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৩৯ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২১

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৬৬ জনে। চট্টগ্রামের ৬টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা হয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে ১ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষায় ৭৮ জনের নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ৬২ জন এবং উপজেলায় ১৬ জন।

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৪২ জনের নমুনা পরীক্ষায় ১১ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ এসেছে।

এছাড়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

তবে এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল), ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।