চট্টগ্রামে জাপা নেতা হত্যার ‘মূলহোতা’ রোহিঙ্গা যুবক গ্রেফতার
জাপা নেতা আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রোহিঙ্গা মাহমুদুল্লাহ
চট্টগ্রামের লোহাগাড়ার জাতীয় পার্টির (জাপা) নেতা আনোয়ার হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্ত রোহিঙ্গা যুবক মোহাম্মাদ উল্লাহ ওরফে মাহমুদুল্লাহকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বলা হচ্ছে, আনোয়ার হত্যাকাণ্ডের মূলহোতা এই মাহমুদুল্লাহ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু শুক্রবার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে গ্রেফতার আরেক রোহিঙ্গা যুবকের দেয়া তথ্যের ভিত্তিতে কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে মাহমুদুল্লাহকে গ্রেফতার করা হয়।
নিখোঁজ হওয়ার এক মাস পর গত ২৯ জানুয়ারি রাতে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার খামার থেকে জাপা নেতা আনোয়ার হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আবু আজাদ/এসএস/এমএস