করোনায় সুস্থ রোগীর সংখ্যা পাঁচ লাখ ছাড়াল
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৪ মার্চ ২০২১

দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগী সুস্থ হয়ে উঠার সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত রোগী সুস্থ হয়েছেন ৮৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪৬৮ জন। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৪২ জন, চট্টগ্রামে ১৫২ জন, খুলনায় ৫ জন, বরিশাল ৪ জন, রাজশাহীতে ৯, সিলেট ২৮ এবং ময়মনসিংহ বিভাগে একজন সুস্থ হয়েছেন। এ সময় রংপুর বিভাগে কোনো মৃত্যু হয়নি।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়। এর মধ্যে পুরুষ ৫ জন ও নারী ২ জন। ৫ জনের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৮৩৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ১৪৪টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৫ হাজার ৩২১টি।
এমইউ/জেডএইচ/জেআইএম
করোনা ভাইরাস - লাইভ আপডেট
১৩,৬১,২০,৯৯২
আক্রান্ত
২৯,৪১,১০৯
মৃত
১০,৯৫,০৫,১৭৬
সুস্থ
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|---|---|---|---|
১ | বাংলাদেশ | ৬,৭৮,৯৩৭ | ৯,৬৬১ | ৫,৭২,৩৭৮ |
২ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৩,১৮,৬৯,৯৯৬ | ৫,৭৫,৫৯৫ | ২,৪৪,২৩,৫৮৯ |
৩ | ব্রাজিল | ১,৩৪,৪৫,০০৬ | ৩,৫১,৪৬৯ | ১,১৮,৩৮,৫৬৪ |
৪ | ভারত | ১,৩৩,৫৮,৮০৫ | ১,৬৯,৩০৫ | ১,২০,৮১,৪৪৩ |
৫ | ফ্রান্স | ৫০,২৩,৭৮৫ | ৯৮,৬০২ | ৩,০৩,৬৩৯ |
৬ | রাশিয়া | ৪৬,৪১,৩৯০ | ১,০২,৯৮৬ | ৪২,৬৫,৫০৯ |
৭ | যুক্তরাজ্য | ৪৩,৭০,৩২১ | ১,২৭,০৮০ | ৩৯,৬১,৭৩৮ |
৮ | তুরস্ক | ৩৭,৯৮,৩৩৩ | ৩৩,৭০২ | ৩৩,০১,২১৭ |
৯ | ইতালি | ৩৭,৫৪,০৭৭ | ১,১৩,৯২৩ | ৩১,০৭,০৬৯ |
১০ | স্পেন | ৩৩,৪৭,৫১২ | ৭৬,৩২৮ | ৩০,৯৫,৯২২ |
১১ | জার্মানি | ২৯,৯২,৮০৩ | ৭৮,৮৫৮ | ২৬,৭১,২০০ |
১২ | পোল্যান্ড | ২৫,৭৪,৬৩১ | ৫৮,৪২১ | ২১,৭১,৩০১ |
১৩ | কলম্বিয়া | ২৫,১৮,৭১৫ | ৬৫,৬০৮ | ২৩,৭৫,১৭৬ |
১৪ | আর্জেন্টিনা | ২৫,১৭,৩০০ | ৫৭,৬৪৭ | ২২,১৭,৭৮৩ |
১৫ | মেক্সিকো | ২২,৭৮,৪২০ | ২,০৭,০২০ | ১৮,০৭,৬৭৬ |
১৬ | ইরান | ২০,৭০,১৪১ | ৬৪,৪৯০ | ১৭,১০,৯৭৪ |
১৭ | ইউক্রেন | ১৮,৫৩,২৪৯ | ৩৭,০১৪ | ১৪,১০,৮৬০ |
১৮ | পেরু | ১৬,৩৯,৭৬৭ | ৫৪,৬৬৯ | ১৫,৫৭,৭৭৯ |
১৯ | চেক প্রজাতন্ত্র | ১৫,৮০,১৮৯ | ২৭,৮০৮ | ১৪,৪৯,০৫২ |
২০ | ইন্দোনেশিয়া | ১৫,৬৬,৯৯৫ | ৪২,৫৩০ | ১৪,১৪,৫০৭ |
২১ | দক্ষিণ আফ্রিকা | ১৫,৫৭,৫২৭ | ৫৩,২৫৬ | ১৪,৮২,৬৮২ |
২২ | নেদারল্যান্ডস | ১৩,৪২,৪৪৭ | ১৬,৭৫৪ | ২৫০ |
২৩ | চিলি | ১০,৬৮,৫২২ | ২৪,২১৩ | ৯,৯৮,৪০০ |
২৪ | কানাডা | ১০,৫২,৫৩৯ | ২৩,২৮৭ | ৯,৫৮,৬৩৩ |
২৫ | রোমানিয়া | ১০,০২,৮৬৫ | ২৫,০০৬ | ৯,০২,২৩৯ |
২৬ | বেলজিয়াম | ৯,২২,৪৮৭ | ২৩,৪২৮ | ৫৯,৪৩২ |
২৭ | ইরাক | ৯,১৮,১৫৫ | ১৪,৬৭৮ | ৮,০৯,৬৬৩ |
২৮ | ফিলিপাইন | ৮,৬৪,৮৬৮ | ১৪,৯৪৫ | ৭,০৩,৪০৪ |
২৯ | সুইডেন | ৮,৫৭,৪০১ | ১৩,৬২১ | ৪,৯৭১ |
৩০ | ইসরায়েল | ৮,৩৫,৮৭১ | ৬,২৯৪ | ৮,২৫,৬৮৭ |
৩১ | পর্তুগাল | ৮,২৬,৯২৮ | ১৬,৯১০ | ৭,৮৪,২০৮ |
৩২ | পাকিস্তান | ৭,২১,০১৮ | ১৫,৪৪৩ | ৬,৩১,৭০০ |
৩৩ | হাঙ্গেরি | ৭,২০,১৬৪ | ২৩,৪১৭ | ৪,২৬,৩৯৪ |
৩৪ | জর্ডান | ৬,৬২,৩৯৫ | ৭,৭০৮ | ৫,৮৮,৩৫৩ |
৩৫ | সার্বিয়া | ৬,৩৯,৪৭৬ | ৫,৭০০ | ৫,৫০,২৩৮ |
৩৬ | সুইজারল্যান্ড | ৬,১৭,৫৪৩ | ১০,৪৫২ | ৫,৫৭,৫৬৬ |
৩৭ | অস্ট্রিয়া | ৫,৭৪,৭৫৫ | ৯,৬৬২ | ৫,৩২,৫৩৯ |
৩৮ | মরক্কো | ৫,০১,৬৮৮ | ৮,৮৯১ | ৪,৮৮,০১৫ |
৩৯ | জাপান | ৪,৯৯,৭৯৩ | ৯,৩৫৩ | ৪,৬০,৯৯৩ |
৪০ | লেবানন | ৪,৯৪,৬৩৩ | ৬,৬৩০ | ৪,০২,১৭২ |
৪১ | সংযুক্ত আরব আমিরাত | ৪,৮১,৯৩৭ | ১,৫২৯ | ৪,৬৬,৮০৪ |
৪২ | সৌদি আরব | ৩,৯৭,৬৩৬ | ৬,৭৪৭ | ৩,৮২,৭৭৩ |
৪৩ | বুলগেরিয়া | ৩,৭১,৫৩১ | ১৪,৩৫১ | ২,৮৫,৭৯৯ |
৪৪ | স্লোভাকিয়া | ৩,৭১,০৬২ | ১০,৫৬৫ | ২,৫৫,৩০০ |
৪৫ | মালয়েশিয়া | ৩,৫৯,১১৭ | ১,৩২১ | ৩,৪২,৭৩৭ |
৪৬ | পানামা | ৩,৫৮,৩৭৭ | ৬,১৫৯ | ৩,৪৭,৮৯৮ |
৪৭ | ইকুয়েডর | ৩,৪৪,৮৭৭ | ১৭,২৭৫ | ২,৯০,৩১৪ |
৪৮ | বেলারুশ | ৩,৩৪,৮৬৩ | ২,৩৪৪ | ৩,২৫,১০৮ |
৪৯ | গ্রীস | ২,৯৩,৭৬৩ | ৮,৮৩৩ | ২,৪৬,৯৯৭ |
৫০ | ক্রোয়েশিয়া | ২,৯২,৫১৬ | ৬,৩০৮ | ২,৭২,৯৬৭ |
৫১ | জর্জিয়া | ২,৮৮,৩৯৬ | ৩,৮৭৭ | ২,৭৭,৩০৩ |
৫২ | আজারবাইজান | ২,৮৩,৫৭৯ | ৩,৮৭৯ | ২,৪৯,০১৩ |
৫৩ | বলিভিয়া | ২,৮১,৫৭০ | ১২,৪৪২ | ২,৩০,৮০৭ |
৫৪ | নেপাল | ২,৭৯,৭২৫ | ৩,০৩৯ | ২,৭৩,৮৮৬ |
৫৫ | তিউনিশিয়া | ২,৭০,২৯৭ | ৯,২৩৫ | ২,২৪,৩৯৭ |
৫৬ | কাজাখস্তান | ২,৬৯,৫১৯ | ৩,২২১ | ২,৩৪,০৫৭ |
৫৭ | ফিলিস্তিন | ২,৬৫,৮৯৭ | ২,৮৩৮ | ২,৩১,২৮৮ |
৫৮ | ডোমিনিকান আইল্যান্ড | ২,৫৭,১৮৬ | ৩,৩৮৫ | ২,১৬,০২০ |
৫৯ | কুয়েত | ২,৪৫,৭০৪ | ১,৪০৩ | ২,২৯,৮৪৬ |
৬০ | মলদোভা | ২,৪০,৮৮৬ | ৫,৩৬৯ | ২,২১,৯৬৮ |
৬১ | আয়ারল্যান্ড | ২,৪০,৬৪৩ | ৪,৭৮৩ | ২৩,৩৬৪ |
৬২ | ডেনমার্ক | ২,৩৭,১০১ | ২,৪৩৯ | ২,২৫,৯৬৮ |
৬৩ | প্যারাগুয়ে | ২,৩৩,৭৪৫ | ৪,৭৪৯ | ১,৯১,৬১৪ |
৬৪ | ইথিওপিয়া | ২,২৭,২৫৫ | ৩,১৪৬ | ১,৬৯,০৩৮ |
৬৫ | স্লোভেনিয়া | ২,২৬,৪৯৯ | ৪,১১৯ | ২,০৮,৫৬১ |
৬৬ | লিথুনিয়া | ২,২৬,১৭৩ | ৩,৬৮৭ | ২,০৫,৮৯৭ |
৬৭ | কোস্টারিকা | ২,২২,৫৪৪ | ৩,০১৮ | ১,৯৪,৭৬০ |
৬৮ | মিসর | ২,০৯,৬৭৭ | ১২,৪০৫ | ১,৫৯,০৫৪ |
৬৯ | আর্মেনিয়া | ২,০২,৮১৭ | ৩,৭৩৫ | ১,৮১,৯৬৩ |
৭০ | গুয়াতেমালা | ২,০২,৬৪০ | ৭,০০১ | ১,৮৪,৭৫৮ |
৭১ | হন্ডুরাস | ১,৯৫,৫২৫ | ৪,৭৭০ | ৭৫,৫৫৩ |
৭২ | কাতার | ১,৮৯,০৬৪ | ৩৩১ | ১,৬৯,০৮৬ |
৭৩ | বসনিয়া ও হার্জেগোভিনা | ১,৮১,৯২৭ | ৭,২৯৮ | ১,৩৯,৪১৯ |
৭৪ | ভেনেজুয়েলা | ১,৭৩,৭৮৬ | ১,৭৫৯ | ১,৫৬,৪৭২ |
৭৫ | ওমান | ১,৭১,৫৪৯ | ১,৭৭৬ | ১,৫২,৭৮৪ |
৭৬ | লিবিয়া | ১,৬৭,৮২৫ | ২,৮২৩ | ১,৫২,৯২১ |
৭৭ | নাইজেরিয়া | ১,৬৩,৭৩৬ | ২,০৬০ | ১,৫৪,০৯৮ |
৭৮ | বাহরাইন | ১,৫৫,৪০২ | ৫৫৪ | ১,৪৩,৮৮৯ |
৭৯ | কেনিয়া | ১,৪৫,১৮৪ | ২,৩৩০ | ৯৮,৬০৫ |
৮০ | মায়ানমার | ১,৪২,৫৭৬ | ৩,২০৬ | ১,৩১,৮৫৩ |
৮১ | উরুগুয়ে | ১,৪১,৩৮০ | ১,৪১৪ | ১,০৪,৪৩৪ |
৮২ | উত্তর ম্যাসেডোনিয়া | ১,৪১,১৫৭ | ৪,১৮২ | ১,১৫,৪৩৩ |
৮৩ | আলবেনিয়া | ১,২৮,১৫৫ | ২,৩১০ | ৯৭,২০৬ |
৮৪ | আলজেরিয়া | ১,১৮,৩৭৮ | ৩,১২৬ | ৮২,৪৯৩ |
৮৫ | এস্তোনিয়া | ১,১৪,১৭৪ | ১,০২৮ | ৯৪,৮০৭ |
৮৬ | দক্ষিণ কোরিয়া | ১,০৯,৫৫৯ | ১,৭৬৮ | ১,০০,১০৯ |
৮৭ | লাটভিয়া | ১,০৭,৬০৮ | ১,৯৮৬ | ৯৯,১৬২ |
৮৮ | নরওয়ে | ১,০৩,২০০ | ৬৮৪ | ৮৮,৯৫২ |
৮৯ | শ্রীলংকা | ৯৪,৮৪৮ | ৫৯৫ | ৯১,৪৫৬ |
৯০ | মন্টিনিগ্রো | ৯৪,০৩৫ | ১,৩৬৫ | ৮৮,১৪৪ |
৯১ | ঘানা | ৯১,২৬০ | ৭৫৪ | ৮৯,০৯২ |
৯২ | চীন | ৯০,৪১০ | ৪,৬৩৬ | ৮৫,৪৮৮ |
৯৩ | কিরগিজস্তান | ৯০,০১৯ | ১,৫১৯ | ৮৫,৮২৪ |
৯৪ | জাম্বিয়া | ৮৯,৯১৮ | ১,২২৬ | ৮৬,৮১৩ |
৯৫ | কিউবা | ৮৫,৫৭২ | ৪৫৩ | ৭৯,৯৫৮ |
৯৬ | উজবেকিস্তান | ৮৪,৯২২ | ৬৩৪ | ৮২,৭৬০ |
৯৭ | ফিনল্যাণ্ড | ৮২,০৫৩ | ৮৬৮ | ৪৬,০০০ |
৯৮ | মোজাম্বিক | ৬৮,৫৭৮ | ৭৮৯ | ৫৮,৩৮৩ |
৯৯ | এল সালভাদর | ৬৬,৪৮৯ | ২,০৫১ | ৬২,৯৫৮ |
১০০ | লুক্সেমবার্গ | ৬৩,৬৫০ | ৭৬৮ | ৫৮,৮৭৪ |
১০১ | ক্যামেরুন | ৬১,৭৩১ | ৯১৯ | ৫৬,৯২৬ |
১০২ | সিঙ্গাপুর | ৬০,৬৫৩ | ৩০ | ৬০,৩২২ |
১০৩ | আফগানিস্তান | ৫৭,২৪২ | ২,৫২৯ | ৫১,৯৮৯ |
১০৪ | সাইপ্রাস | ৫১,০৩৫ | ২৭২ | ৩৯,০৬১ |
১০৫ | নামিবিয়া | ৪৫,৩২৩ | ৫৬৪ | ৪৩,৫৫৫ |
১০৬ | আইভরি কোস্ট | ৪৫,০৮৯ | ২৬০ | ৪৪,১৯৭ |
১০৭ | বতসোয়ানা | ৪২,৬৭৪ | ৬৩৬ | ৩৮,২০৩ |
১০৮ | জ্যামাইকা | ৪২,১১৯ | ৬৬৯ | ১৮,৭৮৫ |
১০৯ | উগান্ডা | ৪১,১১৩ | ৩৩৭ | ৪০,৬৮৫ |
১১০ | সেনেগাল | ৩৯,৩৬৪ | ১,০৭৭ | ৩৮,১০১ |
১১১ | জিম্বাবুয়ে | ৩৭,২৭৩ | ১,৫৩৮ | ৩৪,৮৬২ |
১১২ | মালাউই | ৩৩,৮০৫ | ১,১২৭ | ৩১,৩৬০ |
১১৩ | থাইল্যান্ড | ৩২,৬২৫ | ৯৭ | ২৮,২১৪ |
১১৪ | সুদান | ৩০,১১১ | ২,০৬৩ | ২৪,২১৪ |
১১৫ | মালটা | ২৯,৫৪৮ | ৪০২ | ২৮,৬১০ |
১১৬ | অস্ট্রেলিয়া | ২৯,৪০২ | ৯০৯ | ২৬,৩৫৬ |
১১৭ | ড্যানিশ রিফিউজি কাউন্সিল | ২৮,৫৪২ | ৭৪৫ | ২৫,৮৪১ |
১১৮ | মাদাগাস্কার | ২৭,৫৪৮ | ৪৯৩ | ২৩,৪৮১ |
১১৯ | মালদ্বীপ | ২৫,৫২৪ | ৬৭ | ২২,৪২৯ |
১২০ | রুয়ান্ডা | ২৩,৩৪৩ | ৩১৪ | ২১,০৭২ |
১২১ | অ্যাঙ্গোলা | ২৩,৩৩১ | ৫৫০ | ২১,৮৯০ |
১২২ | গিনি | ২০,৮০৭ | ১৩৩ | ১৮,৪৭৩ |
১২৩ | গ্যাবন | ২০,৬৩৬ | ১২৭ | ১৭,৪৫৬ |
১২৪ | সিরিয়া | ২০,১১৮ | ১,৩৬৮ | ১৩,৮৯৫ |
১২৫ | মায়োত্তে | ১৯,৬৪৩ | ১৬৭ | ২,৯৬৪ |
১২৬ | ফ্রেঞ্চ পলিনেশিয়া | ১৮,৬৫২ | ১৪১ | ৪,৮৪২ |
১২৭ | কেপ ভার্দে | ১৮,৬২৯ | ১৭৭ | ১৭,০৭৭ |
১২৮ | মৌরিতানিয়া | ১৮,০১২ | ৪৫০ | ১৭,৩২২ |
১২৯ | ফ্রেঞ্চ গায়ানা | ১৭,৫৪৯ | ৯৪ | ৯,৯৯৫ |
১৩০ | রিইউনিয়ন | ১৭,৫০৮ | ১২৩ | ১৬,০১১ |
১৩১ | ইসওয়াতিনি | ১৭,৩৭৩ | ৬৬৯ | ১৬,৬৪৫ |
১৩২ | মঙ্গোলিয়া | ১৫,০১৪ | ২২ | ৯,১৫৯ |
১৩৩ | তাজিকিস্তান | ১৩,৩০৮ | ৯০ | ১৩,২১৮ |
১৩৪ | বুর্কিনা ফাঁসো | ১২,৯৫৬ | ১৫২ | ১২,৫৯৩ |
১৩৫ | হাইতি | ১২,৮৪০ | ২৫১ | ১১,৪৪৭ |
১৩৬ | এনডোরা | ১২,৪৯৭ | ১২০ | ১১,৭৭০ |
১৩৭ | বেলিজ | ১২,৪৮৫ | ৩১৮ | ১২,১০৬ |
১৩৮ | সোমালিয়া | ১২,২৭১ | ৬০৫ | ৫,১২৯ |
১৩৯ | গুয়াদেলৌপ | ১২,১৪০ | ১৭৪ | ২,২৪২ |
১৪০ | টোগো | ১১,৯৪৭ | ১১৬ | ৯,১৯০ |
১৪১ | মালি | ১১,৭০৫ | ৪০৫ | ৭,১০১ |
১৪২ | হংকং | ১১,৫৬৯ | ২০৭ | ১১,১৯৩ |
১৪৩ | কিউরাসাও | ১১,১৮০ | ৬৩ | ৬,৪০৫ |
১৪৪ | গায়ানা | ১১,০৪৪ | ২৫২ | ৯,৬৮৮ |
১৪৫ | লেসোথো | ১০,৭০৭ | ৩১৫ | ৪,৪৭১ |
১৪৬ | দক্ষিণ সুদান | ১০,৩৫৯ | ১১৪ | ১০,০৯০ |
১৪৭ | কঙ্গো | ১০,০৮৪ | ১৩৭ | ৮,২০৮ |
১৪৮ | আরুবা | ১০,০১৬ | ৯২ | ৯,৩৫১ |
১৪৯ | জিবুতি | ৯,৭২২ | ৯৪ | ৭,৭৬৩ |
১৫০ | বাহামা | ৯,৩৬৪ | ১৮৯ | ৮,৮৩৭ |
১৫১ | সুরিনাম | ৯,২৭৮ | ১৭৯ | ৮,৬৫৪ |
১৫২ | মার্টিনিক | ৯,০২৮ | ৫৭ | ৯৮ |
১৫৩ | পাপুয়া নিউ গিনি | ৮,৪৪২ | ৬৮ | ৮৪৬ |
১৫৪ | ত্রিনিদাদ ও টোবাগো | ৮,৩৮২ | ১৪৫ | ৭,৭২৩ |
১৫৫ | বেনিন | ৭,৫১৫ | ৯৩ | ৬,৪৫২ |
১৫৬ | ইকোয়েটরিয়াল গিনি | ৭,২১৯ | ১০৬ | ৬,৭৯৯ |
১৫৭ | নিকারাগুয়া | ৬,৭২৭ | ১৭৯ | ৪,২২৫ |
১৫৮ | আইসল্যান্ড | ৬,২৫৮ | ২৯ | ৬,১২৬ |
১৫৯ | গাম্বিয়া | ৫,৬০২ | ১৬৮ | ৫,১৪৫ |
১৬০ | সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক | ৫,৪৯১ | ৭৪ | ৫,০৫৬ |
১৬১ | ইয়েমেন | ৫,২৭৬ | ১,০৩১ | ২,০২৭ |
১৬২ | নাইজার | ৫,০৭২ | ১৮৮ | ৪,৭৪৭ |
১৬৩ | সান ম্যারিনো | ৪,৯৫৬ | ৮৫ | ৪,৪৭৭ |
১৬৪ | চাদ | ৪,৬২৫ | ১৬৭ | ৪,২৮৬ |
১৬৫ | সিসিলি | ৪,৩৯৫ | ২৪ | ৪,০৯১ |
১৬৬ | সেন্ট লুসিয়া | ৪,৩৪৭ | ৬৪ | ৪,১৬০ |
১৬৭ | জিব্রাল্টার | ৪,২৭৭ | ৯৪ | ৪,১৮০ |
১৬৮ | কম্বোডিয়া | ৪,২৩৮ | ২৯ | ২,১৫২ |
১৬৯ | চ্যানেল আইল্যান্ড | ৪,০৫১ | ৮৬ | ৩,৯৬৫ |
১৭০ | সিয়েরা লিওন | ৩,৯৯৫ | ৭৯ | ২,৮২৮ |
১৭১ | কমোরস | ৩,৭৮৯ | ১৪৬ | ৩,৫৭৭ |
১৭২ | বার্বাডোস | ৩,৭১৯ | ৪৪ | ৩,৫৮৭ |
১৭৩ | গিনি বিসাউ | ৩,৬৭৮ | ৬৬ | ৩,০৫৯ |
১৭৪ | ইরিত্রিয়া | ৩,৪৪৭ | ১০ | ৩,১৬৬ |
১৭৫ | বুরুন্ডি | ৩,১১৯ | ৬ | ৭৭৩ |
১৭৬ | লিচেনস্টেইন | ২,৭৩৮ | ৫৬ | ২,৬০৬ |
১৭৭ | ভিয়েতনাম | ২,৬৯২ | ৩৫ | ২,৪২৯ |
১৭৮ | নিউজিল্যান্ড | ২,৫৭৪ | ২৬ | ২,৪৪০ |
১৭৯ | মোনাকো | ২,৩৭৪ | ৩১ | ২,২৩০ |
১৮০ | টার্কস্ ও কেইকোস আইল্যান্ড | ২,৩৫৭ | ১৭ | ২,২৮০ |
১৮১ | সিন্ট মার্টেন | ২,১৮৫ | ২৭ | ২,১১৮ |
১৮২ | লাইবেরিয়া | ২,০৪২ | ৮৫ | ১,৮৯৯ |
১৮৩ | সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন আইল্যান্ড | ১,৭৯০ | ১০ | ১,৬৫১ |
১৮৪ | বারমুডা | ১,৭৭৩ | ১৪ | ৮৮৮ |
১৮৫ | সেন্ট মার্টিন | ১,৬৯৩ | ১২ | ১,৩৯৯ |
১৮৬ | আইল অফ ম্যান | ১,৫৭৪ | ২৯ | ১,৪৪৫ |
১৮৭ | ক্যারিবিয়ান নেদারল্যান্ডস | ১,৫১৬ | ১৪ | ৬,৪৪৫ |
১৮৮ | অ্যান্টিগুয়া ও বার্বুডা | ১,১৯৭ | ৩০ | ৯৩৬ |
১৮৯ | মরিশাস | ১,১৯১ | ১২ | ৭৫০ |
১৯০ | তাইওয়ান | ১,০৫৭ | ১১ | ১,০২২ |
১৯১ | পূর্ব তিমুর | ৯৪৭ | ১ | ৪৪৩ |
১৯২ | ভুটান | ৯১০ | ১ | ৮৭৫ |
১৯৩ | সেন্ট বারথেলিমি | ৯০৭ | ১ | ৪৬২ |
১৯৪ | ডায়মন্ড প্রিন্সেস (প্রমোদ তরী) | ৭১২ | ১৩ | ৬৯৯ |
১৯৫ | ফারে আইল্যান্ড | ৬৬১ | ১ | ৬৬০ |
১৯৬ | কেম্যান আইল্যান্ড | ৫১৬ | ২ | ৪৮৭ |
১৯৭ | তানজানিয়া | ৫০৯ | ২১ | ১৮৩ |
১৯৮ | ওয়ালিস ও ফুটুনা | ৪৩২ | ৫ | ৪৪ |
১৯৯ | ব্রুনাই | ২১৯ | ৩ | ২০৬ |
২০০ | ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ | ১৭৮ | ৩ | ১৫৯ |
২০১ | ডোমিনিকা | ১৬৫ | ০ | ১৫৯ |
২০২ | গ্রেনাডা | ১৫৫ | ১ | ১৫২ |
২০৩ | নিউ ক্যালেডোনিয়া | ১২১ | ০ | ৫৮ |
২০৪ | ফিজি | ৬৮ | ২ | ৬৪ |
২০৫ | ফকল্যান্ড আইল্যান্ড | ৬০ | ০ | ৫৪ |
২০৬ | ম্যাকাও | ৪৯ | ০ | ৪৮ |
২০৭ | লাওস | ৪৯ | ০ | ৪৭ |
২০৮ | সেন্ট কিটস ও নেভিস | ৪৪ | ০ | ৪৪ |
২০৯ | গ্রীনল্যাণ্ড | ৩১ | ০ | ৩১ |
২১০ | ভ্যাটিকান সিটি | ২৭ | ০ | ১৫ |
২১১ | এ্যাঙ্গুইলা | ২৫ | ০ | ২২ |
২১২ | সেন্ট পিয়ের এন্ড মিকেলন | ২৪ | ০ | ২৪ |
২১৩ | মন্টসেরাট | ২০ | ১ | ১৯ |
২১৪ | সলোমান আইল্যান্ড | ১৯ | ০ | ১৮ |
২১৫ | পশ্চিম সাহারা | ১০ | ১ | ৮ |
২১৬ | জান্ডাম (জাহাজ) | ৯ | ২ | ৭ |
২১৭ | মার্শাল আইল্যান্ড | ৪ | ০ | ৪ |
২১৮ | ভানুয়াতু | ৩ | ০ | ১ |
২১৯ | সামোয়া | ৩ | ০ | ২ |