করোনায় সুস্থ রোগীর সংখ্যা পাঁচ লাখ ছাড়াল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৪ মার্চ ২০২১
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগী সুস্থ হয়ে উঠার সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত রোগী সুস্থ হয়েছেন ৮৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪৬৮ জন। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৪২ জন, চট্টগ্রামে ১৫২ জন, খুলনায় ৫ জন, বরিশাল ৪ জন, রাজশাহীতে ৯, সিলেট ২৮ এবং ময়মনসিংহ বিভাগে একজন সুস্থ হয়েছেন। এ সময় রংপুর বিভাগে কোনো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়। এর মধ্যে পুরুষ ৫ জন ও নারী ২ জন। ৫ জনের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৮৩৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ১৪৪টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৫ হাজার ৩২১টি।

এমইউ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।