রাজধানীতে স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৫ এপ্রিল ২০২১

রাজধানীর শ্যামপুরে স্বাস্থ্যবিধি না মানায় পাঁচজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার অভিযান চালিয়ে এ জরিমানা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, লকডাউনের প্রথম দিন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করেন তিনি।

এছাড়া ডিএসসিসির ১০টি অঞ্চলের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা ও ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্ব স্ব অঞ্চলে লকডাউন তদারকির জন্য বের হন। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন স্থানে জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন।

এমএমএ/এমএসএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।