শামসুজ্জামান খানকে জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে
বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বর্তমান সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার (১৪ এপ্রিল) এক শোকবার্তায় ডিএনসিসি মেয়র বলেন, ‘অধ্যাপক শামসুজ্জামান খান বাংলা সাহিত্যে যে অসামান্য অবদান রেখে গেছেন তা বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতি তাকে গভীর শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করবে চিরকাল।’
এ সময় ডিএনসিসির মেয়র মরহুমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শামসুজ্জামান খান বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
এমএমএ/ইএ/এমকেএইচ