করোনায় চট্টগ্রাম কারাগারের এক হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৮ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কারাগারের এক হাজতি মারা গেছেন।

রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম।

তিনি বলেন, ‘করোনা আক্রান্তের পর মারা গেলেও তিনি কারাগারে আক্রান্ত হননি। এখানে তার যক্ষ্মাসহ অন্যান্য রোগ হওয়ায় তাকে গত ১০ এপ্রিল চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে গতকাল তার করোনা শনাক্ত হয়েছিল। আজ (রোববার) তিনি মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘কারাগারের সার্বিক পরিবেশ ভালো আছে। এখানে এখনও কারো করোনা শনাক্ত হয়নি।’

মিজানুর রহমান/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।