লকডাউন দেয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২০ এপ্রিল ২০২১

লকডাউন দেয়া না হলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘লকডাউন না দিলে করোনা সংক্রমণ ও মৃত্যুহার আরও বৃদ্ধি পেতো।’

মঙ্গলবার (২০ এপ্রিল) তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চলমান লকডাউনের সুফল শিগগিরই পাওয়া যাবে। লকডাউনের সময়সীমা ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি অত্যন্ত যৌক্তিক ও প্রয়োজনীয়।’

এ ছাড়া চলমান লকডাউনের মধ্যেও বিভিন্ন অলি, গলি, বাজার, প্রতিষ্ঠানসমূহ যেখানে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

এদিকে, উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ মঙ্গলবার সকালে ডা. মিল্টন হলে সহকারী অধ্যাপকদের সঙ্গে আন্ডারগ্রাজুয়েট কোর্স নিয়ে দুটি আলাদা সভায় এবং তার কার্যালয়ে অনুষ্ঠিত একাধিক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে যথাযথ স্থান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম জোরদার করা, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ড বৃদ্ধি এবং বিভিন্ন প্রকাশনা ত্বরান্বিত করার তাগিদ দেন।

এমইউ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।