ঈদের দিনে স্বাস্থ্যবিধি না মানায় চট্টগ্রামে ২৫ মামলা
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে সরকার ঘোষিত বিধিনিষেধ। এর মধ্যেই পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর এই ঈদের দিনও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে চট্টগ্রাম নগরের বিভিন্ন বিনোদনকেন্দ্র ও জনসমাগমস্থলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৪ মে) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ২৫ মামলায় মোট দুই হাজার ১৮০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য ৩০০ পিস মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরের পতেঙ্গা ও ইপিজেড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় ও হুছাইন মুহাম্মদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২ মামলায় এক হাজার ৮৮০ টাকা জরিমানা আদায় করেন।
একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের ভ্রাম্যমাণ আদালত ফয়েজ লেক এলাকায় তিন মামলায় ৩০০ টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমার ভ্রাম্যমাণ আদালত সিআরবি, কাজির দেউড়ী ও ডিসি হিল এলাকায় অভিযান পরিচালনা করে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করেন।
মিজানুর রহমান/এমএইচআর/এমএস