চট্টগ্রাম করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে
চট্টগ্রামে করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলা করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২৬ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮৮ জনে এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ২৩ জনে।
বুধবার (১৯ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৩৯ নমুনা পরীক্ষায় ১২৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৮৮ জন ও উপজেলার ৩৮ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে আটজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে দশজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৯ জন এবং ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে শেভরণ হাসপাতাল ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৭ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/এএএইচ/জেআইএম