৩৭ জেলায় পৌঁছেছে সিনোফার্মের টিকা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৬ জুন ২০২১

আগামী সপ্তাহ থেকে দেশে সিনোফার্ম ও ফাইজারের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেছেন, ‘ইতিমধ্যে গতকাল পর্যন্ত (১৫ জুন) দেশের ৩৭টি জেলায় সিনোফার্মের টিকা পৌঁছে গেছে। ভ্যাকসিনের সরবরাহ অব্যাহত থাকলে এ কার্যক্রমটি চলতে থাকবে।’

বুধবার (১৬ জুন) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিমধ্যে ছয়টি করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। সর্বশেষ জনসন অ্যান্ড জনসনের টিকাটিও ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। ফলে যেখান থেকেই ভ্যাকসিন আসুক না কেন, আমরা ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে পারব।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, আগামী সপ্তাহে প্রথমে রাজধানীর মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে সিনোফার্ম ও ফাইজারের টিকা প্রদান শুরু হবে।

এমইউ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।