সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে প্রাণ গেল শ্রমিকের
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে রিপন চাকমা নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
তারা হলেন- সোহেল (২৯), রকেট হোসেন (২৪) ও মো. মিন্টু (৪১)। বর্তমানে আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৯ জুন) বেলা ২টার দিকে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ‘দুপুরে মাদামবিবিরহাট এলাকায় একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার কাজ করার সময় বিস্ফোরণ হয়। এতে চার শ্রমিক আহত হন। পরবর্তীতে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।’
ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, পুরনো জাহাজের বিভিন্ন জায়গায় কিছু গ্যাস জমা থাকে। জাহাজ কাটতে গিয়ে ওই ধরনের গ্যাসের বিস্ফোরণ হলে এই দুর্ঘটনা ঘটে।’
মিজানুর রহমান/জেডএইচ/এএসএম