এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০ হাজার করোনা রোগী, মৃত্যু ৪১৮ জনের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১০ জুলাই ২০২১

এক সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু, নমুনা পরীক্ষা, শনাক্ত এবং সুস্থতা-সব সূচকই বেড়েছে।

এ সময়ে ৪১৮ জনের মৃত্যু, আর নমুনা পরীক্ষা বেড়েছে ২৭ হাজার ১৭১টি। এছাড়া করোনা শনাক্ত রোগী বেড়েছে ১৯ হাজার ৯৪১ জন এবং সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে ১০ হাজার ৫৯৫ জন।

শতাংশের হিসেবে মৃত্যু ৪৮ দশমিক ৬৬ শতাংশ, নমুনা পরীক্ষা ১২ দশমিক ৩৯ শতাংশ, শনাক্ত ৩৭ দশমিক ৫৪ শতাংশ এবং সুস্থতা ৩৭ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।

চলতি বছরের ২৬তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (২৭ জুন থেকে ৩ জুলাই) তুলনায় ২৭তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (৪ জুলাই থেকে ১০ জুলাই) পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ২৬তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে দুই লাখ ১১ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা, ৫৩ হাজার ১১৮ জন করোনা রোগী শনাক্ত, ২৮ হাজার ৩৪৫ জন সুস্থ ও ৫৫৯ জনের মৃত্যু হয়।

এর এক সপ্তাহের ব্যবধানে ২৭তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে দুই লাখ ৩৭ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা, ৭৩ হাজার ৫৯ জন শনাক্ত, ৩৮ হাজার ৯৪০ জন সুস্থ এবং এক হাজার ২৭৭ জনের মৃত্যু হয়।

এমইউ/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।