কক্সবাজারে দিনব্যাপী ভ্রমণ প্যাকেজ ইউএস-বাংলার

পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে দিনব্যাপী (ডে-ট্যুর) ভ্রমণের সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ প্যাকেজে সহযোগিতায় রয়েছে কক্সবাজারের গ্রেস কক্স স্মার্ট হোটেল।
ডে-ট্যুর প্যাকেজে জনপ্রতি খরচ ধরা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা। এ প্যাকেজের জন্য ইউএস-বাংলার ফ্লাইট প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছে এবং কক্সবাজার থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে।
প্যাকেজের মধ্যে রয়েছে সবধরনের ট্যাক্স, সারচার্জসহ ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন টিকিট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াতের ব্যবস্থা, সকালের নাস্তা ও দুপুরের খাবার।
এছাড়া ন্যূনতম ১১ হাজার ২৯০ টাকায় দুই রাত তিনদিনের কক্সবাজারের জন্য ভ্রমণ প্যাকেজ রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভ্রমণ প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানা যাবে ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮৮১ এই নম্বরে।
এমইউ/বিএ/এএসএম