সপ্তাহে করোনার সব সূচকই নিম্নমুখী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৩ আগস্ট ২০২১
ফাইল ছবি

সপ্তাহের ব্যবধানে দেশে করোনাভাইরাসে মৃত্যু, শনাক্ত, সুস্থতা ও নমুনা পরীক্ষার হারসহ সব সূচকই হ্রাস পেয়েছে।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইপিডেমিওলজিক্যাল ৩২তম সপ্তাহে (৯ আগস্ট থেকে ১৫ আগস্ট) ২ লাখ ৯১ হাজার ১১১টি নমুনা পরীক্ষা, ৬৫ হাজার ২০৭ জন নতুন রোগী শনাক্ত, ৮৭ হাজার ২৫১ জন সুস্থ এবং ১ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়।

এরপর ৩৩তম সপ্তাহে (১৬ আগস্ট থেকে ২২ আগস্ট) ২ লাখ ৪০ হাজার ৯৯৬টি নমুনা পরীক্ষা, ৪৩ হাজার ৯৬ জন নতুন রোগী শনাক্ত, ৭১ হাজার ১৭৬ জন রোগী সুস্থ এবং ১ হাজার ১০৭ জনের মৃত্যু হয়।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে নমুনা পরীক্ষা ১৭ দশমিক ২২ শতাংশ, নতুন রোগী শনাক্ত ৩৩ দশমিক ৯১ শতাংশ, সুস্থ রোগীর সংখ্যা ১৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যু ২৭ দশমিক ৩১ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৩৯৯ জনে। এটি গত ৫৪ দিনে সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত ৩০ জুন ১১৫ জনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টায় মৃত ১১৭ জনের মধ্যে পুরুষ ৫৩ জন ও নারী ৬৪ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৭ জন, বেসরকারি হাসপাতালে ১৭ জন ও বাসায় তিনজন মারা যান।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও পাঁচ হাজার ৭১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৭৩৩টি ল্যাবরেটরিতে ৩৭ হাজার ৩১৭টি নমুনা সংগ্রহ ও ৩৬ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমইউ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।