২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই দুই বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১
ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫৮ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৫০ জন ও নারী ৮ জন। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৭৯৪ জনে।

দেশের আট বিভাগের মধ্যে ছয় বিভাগে এই ৫৮ জনের মৃত্যু হয়। এর মাঝে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৫ জন, সিলেট বিভাগে ৮ জন এবং রংপুর বিভাগে ১ জনের মৃত্যু হয়।

বরিশাল ও ময়মনসিংহে এ সময়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গত বছরের ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়।

এখন পর্যন্ত মারা যাওয়া মোট ২৬ হাজার ৭৯৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১ হাজার ৬৬০ জন, চট্টগ্রামে ৫ হাজার ৪১০ জন, রাজশাহীতে ৬১৮ জন, খুলনায় ১ হাজার ৬০০ জন, বরিশালে ৯১৮ জন, সিলেটে ১ হাজার ২০৬ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩২৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮১১ জনের মৃত্যু হয়।

এমইউ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।