স্কুল-কলেজের সামনে অভিভাবকদের জটলা সন্তানের বিপদের কারণ হতে পারে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, স্কুল ও কলেজের (শিক্ষাপ্রতিষ্ঠান) সামনে অভিভাবকদের জটলা কিংবা আড্ডার কারণে করোনার নিম্নগতিকে প্রভাবিত করতে পারে।

তিনি বলেন, যারা অভিভাবক তারা কোমলমতি শিশুদের চেয়ে বয়সে বড় ও দায়িত্ববান নাগরিক। আমরা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি সম্পর্কে জানি। সেগুলো সম্পর্কে একে অপরকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন। অভিভাবকরা যদি স্বাস্থ্যবিধির অবজ্ঞা করেন কিংবা সঠিকভাবে না মানেন তাহলে শুধু নিজেদেরই নয়, সন্তানদের জন্যও বিপদের কারণ হতে পারেন।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. মো. নাজমুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় সংক্রমণ ও মৃত্যু কমেছে। করোনা শনাক্তের হার ৭ শতাংশে নেমেছে। এ ধারা অব্যাহত রাখতে হলে সবাইকে সচেতন হয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানান তিনি।

এমইউ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।