স্কুলে গিয়ে কেউ করোনা আক্রান্ত হয়নি: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১

স্কুলে গিয়ে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে কোনো কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও স্কুলে আসার কারণে তারা আক্রান্ত হয়েছেন- তার প্রমাণ নেই। স্কুল বন্ধের সময় শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় বেড়াতে গিয়েছেন, সেখান থেকে তারা আক্রান্ত হতে পারেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বইয়ে ব্রিটিশবিরোধী বিপ্লবীদের কথা লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন, বিপ্লবীদের কাছ থেকে তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের অনুপ্রেরণা ও শক্তি পেয়েছেন। ব্রিটিশবিরোধী বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় বিপ্লবীদের অনুসরণ করে অপরাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই-সংগ্রামের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।