বাঙালি খুব তাড়াতাড়ি ভুলে যায়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১৭ নভেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি ভুলে যায় খুব তাড়াতাড়ি। ছয় ঋতুর দেশ, দুই মাস পর ঋতু বদলালেই তো আপনারা সব ভুলে যান। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে বিশ্ব জলবায়ু সম্মেলন ও ফ্রান্স সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ২০০১ সালে নির্বাচনের পর কী পরিস্থিতি সৃষ্টি করেছিল স্মরণ করুন। কত মানুষ হত্যা করা হয়েছিল। কম মানুষ ধর্ষিত হয়েছিল। কত মানুষের হাত কাটা, চোখ তুলে নেওয়া হয়েছিল।

সরকারপ্রধান বলেন, তখন বহু মানুষের ঘরবাড়ি দখল করা হয়েছিল। কী ধরনের সহিংসতা হয়েছিল আশা করি সেগুলো ভুলে যাবেন না। অবশ্য বাঙালি ভুলে যায় খুব তাড়াতাড়ি। ছয় ঋতুর দেশ, দুই মাস পর ঋতু বদলালেই তো আপনারা সব ভুলে যান।

এসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের কাছে প্রতিবার সংসদ সদস্যদের আয়-ব্যয়ের হিসাব দেওয়া হচ্ছে। সেটা প্রকাশ হচ্ছে। আপনারা জানতে পারছেন এবং আপনারা লিখছেনও। এখানে ঘাটতি নেই, যা বলা হয়েছে সেটা আমরা রক্ষা করছি।

সংবাদ সম্মেলনে দেশে সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বিভিন্ন খাতে এর প্রভাব নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন খাত মিলিয়ে সরকারকে প্রতি বছর ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়, এমন তথ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন করেছেন, সরকার আর কত টাকা ভর্তুকি দেবে?

তিনি আরও বলেন, বাজেটের সব টাকা যদি ভর্তুকিতে দিয়ে দেই তাহলে সব উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে।

আরএসএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।