চট্টগ্রামে একদিনে চারজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১১ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন চারজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৪৫৭ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩১ জনে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৮৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে নয়জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৪৮, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৮১, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪৬ এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে পাঁচজনসহ মোট এক হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শেভরন হাসপাতাল ল্যাবে চারজনের করোনা শনাক্ত হয়।

তিনি আরও বলেন, শনাক্ত চারজনের সবাই নগর এলাকার বাসিন্দা।

মিজানুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।