বনানী যুক্তরাজ্য প্রবাসী বৃদ্ধের লাশ উদ্ধার

রাজধানীর বনানী থেকে যুক্তরাজ্য প্রবাসী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে বনানীর ২৫-এর এ রোডের ৯১ নম্বর বাসার ৫ম তলার বি-৫ থেকে দরজা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধাকৃত প্রবাসীর নাম মো. মেজবাহ উদ্দিন (৭২)। তিনি ৩ নভেম্বর ঢাকায় এসেছেন বলে জানা গেছে।
জানা যায়, গত রাত ১২ থেকে ১ টার দিকে তার পরিবারের সদস্যরা তাকে ফোন করে পাচ্ছিলেন না। পরে পুলিশের সহায়তা নিয়ে শুক্রবার সকাল ১০ টার দিকে দরজা ভেঙে বাসায় প্রবেশ করলে লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। লাশের শরীরে কোন দাগ পাওয়া না গেলেও ওই ফ্লোরে রক্তের ছোপ পাওয়া গেছে বলে জানান পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিভিন্ন আলামত সংগ্রহ করছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব আলম জানান, উদ্ধারকালে তার শরীরের কোনো অংশে কাঁটা ছেড়া কিংবা অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন এবং নিজেই রান্নাবান্না করে খেতেন।