উপ-মহাপরিচালক হলেন আনসারের চার কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ৩১ জানুয়ারি ২০২২

উপ-মহাপরিচালক (গ্রেড-৩) পদে পদোন্নতি পেয়েছেন আনসার ক্যাডার চার কর্মকর্তা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক পদমর্যাদার এ কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে সোমবার (৩১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপ-মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন- খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) এ কে এম জিয়াউল আলম, পরিচালক (প্রশাসন-কিউ) মো. সাইফুল্লাহ রাসেল (ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন)। এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী এবং চট্টগ্রামের ফয়েজ লেকের ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক কামরুন নাহারকে উপ-মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

উপ-মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দেবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত বর্তমান পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।