দুই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই
নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানি কড়ইতলা এলাকায় দুই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৩৯ হাজার টাকা ও একটি মোবাইলফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মো. সুমন ভূঁইয়া (৩৩) ও মো. তানভীর তুর্জয়কে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
আহত তানভীর জানান, সুমন ট্রাউজারের ব্যবসা করেন। বাসা থেকে বের হয়ে সিএনজিতে নারায়ণগঞ্জ যাওয়ার সময় বন্ধুকে নিতে ইস্পাহানি যান তিনি। সেখানে চার-পাঁচজন ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল নিয়ে যায়। ছুরিকাঘাতে তানভীর সামান্য আহত হলেও সুমন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, বন্দরের মদনপুর চৌরাস্তা এলাকার আব্দুল কাদেরের ছেলে সুমন ও চাষাড়া জামালপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে তানভীর।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতে আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সুমনের অবস্থা আশঙ্কাজনক। তানভীরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কাজী আল আমিন/একেআর/বিএ/এএসএম