নির্ধারিত টাকা দিয়ে ফ্লাইটে আসন বেছে নিতে পারবেন হজযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০ পিএম, ০৬ জুন ২০২২
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটে নির্ধারিত হারে টাকা দিয়ে সামনের কেবিনের আসন নেওয়ার প্যাকেজ ঘোষণা দিয়েছে সংস্থাটি।

সোমবার (৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোনো যাত্রী নির্ধারিত ফি দিলে হজ ফ্লাইটে সামনের কেবিনের আসন নিতে পারবেন। সীমিত সংখ্যক আসন হজযাত্রীদের জন্য ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে সামনের কেবিনে আসন দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ থেকে শুধু যাওয়ার ক্ষেত্রে জনপ্রতি ১৫০ ইউএসডি অথবা সমপরিমাণ টাকা এবং যাওয়া ও আসার ক্ষেত্রে (একসঙ্গে) ২৫০ ইউএসডি অথবা সমপরিমাণ টাকা। সৌদি আরব থেকে শুধু আসার জন্য ৭০০ সৌদি রিয়াল দিতে হবে। তবে সেবার ক্ষেত্রে কোনো পার্থক্য থাকবে না। এই সুযোগ শুধু বিশেষ হজ ফ্লাইটের জন্য প্রযোজ্য। বলাকা ভবনে বিমানের প্রধান কার্যালয়ের সেলস অফিস, মতিঝিল ডিস্ট্রিক্ট সেলস অফিস, আশকোনা হজ ক্যাম্পের বিমান সেলস অফিস, বিমান কল সেন্টার এবং সৌদি আরবের জেদ্দা, মদিনা ও মক্কায় অবস্থিত বিমান অফিস থেকে এই সেবা নেওয়া যাবে।

যোগাযোগ: হজ ক্যাম্পের বিমান সেলস অফিস- ফোন: +৮৮-০২-৪৮৯৬৩৭১৫, +৮৮-০২-৪৮৯৬৩৭২৫ ও মোবাইল: ০১৭৭৭৭৬০৩৭০, ০১৭৭৭৭১৫৭৪০। মতিঝিল ডিস্ট্রিক্ট সেলস অফিস- ফোন: +৮৮-০২-২২৩৩৮১২৪ ও মোবাইল: ০১৭৭৭৭৬০৩৭২। সেলস অফিস (বলাকা)- ফোন: +৮৮-০২-৮৯০১৬০০, মোবাইল: ০১৭৭৭৭১৫৬৩০। বিমান কল সেন্টার নম্বর: ০১৯৯০৯৯৭৯৯৭।

এমএমএ/আরএডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।