পুলিশ হত্যা মামলায় দুই জেএমবির ফাঁসি


প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৬ নভেম্বর ২০১৪

পুলিশ সোর্স জয়নাল হত্যা মামলায় জেএমবির দুই সদস্য সাইফুল ইসলাম ও আব্দুর রহমানকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ঢাকা দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক বুধবার এ রায় দেন। এদিন রায় ঘোষণার জন্য আসামিদের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়।

এ মামলায় বিভিন্ন সময় ট্রাইব্যুনালে ১৬ জন্য সাক্ষী প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট তাছলিমা ইয়াসমিন দীপা বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। বাদী পক্ষ এ রায়ে ন্যায় বিচার পেয়েছে। এ রায় যেন দ্রুত বাস্তবায়ন হয় তা আমরা সরকারের কাছে জোর দাবি জানাই।’

আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফারুক আহম্মদ বলেন, ‘এ রায়ে আসামি পক্ষ ন্যায় বিচার পায়নি। ঘটনার সময় আসামিরা নাবালক ছিলেন। রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করব। আসামিরা সম্পূর্ণভাবে ‍নির্দোষ। তারা এ অপরাধের সঙ্গে কোনোভাবে জড়িত না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।