রিকশা থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, কারাগারে ৩ যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৪ এএম, ১৯ জুলাই ২০২২
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর জিইসি এলাকায় রিকশা থেকে জোর করে নামিয়ে এক তরুণীকে (৩০) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

গ্রেফতাররা হলো- ফারুক হোসেন, আব্দুর রহমান ও আরিফ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার দিনগত রাত দুইটার দিকে রিকশায় করে জিইসি মোড় থেকে বায়েজিদ বোস্তামী এলাকার নিজ বাসায় যাচ্ছিলেন ওই নারী। রিকশাটি জিইসি মোড়ের বাটা গলি এলাকার আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে গেলে ছয় জন যুবক রিকশাটি গতিরোধ করে। এরপর জোর করে রিকশা থেকে নামিয়ে তাকে পাশের একটি টং দোকানের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

এ সময় রিকশা চালক আরেক রিকশাচালকের সহযোগিতায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে।

ওসি আরও বলেন, এরইমধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার তিনজনকে সোমবার (১৮ জুলাই) আদালতে পাঠানো হলে মহানগর হাকিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের রিমান্ড চাওয়া হবে।

‘ভুক্তভোগী ওই নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।’

ইকবাল হোসেন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।